১-১ মেন্টরশিপ প্রোগ্রাম
‘1-1 Mentorship Program‘ এ মূলত বাংলাদেশের সবচেয়ে এক্সক্লুসিভ ও কাস্টোমাইজড ট্রেইনিং মডিউলের সাথে প্রাইভেটলি ওয়ান টু ওয়ান ক্লাসের মাধ্যমে ট্রেইন করানো হয়ে থাকে।
‘1-1 Mentorship Program‘ – এ যুক্ত হওয়ার পেছনে অনেকগুলো কারণ দেখানো সম্ভব। কিন্তু বেশিরভাগই কারণই আপনি অলরেডি জানেন!
ছোটবেলায়, আমরা বাসায় ‘স্যার’ নিয়ে এসে প্রাইভেটলি পড়তাম, যাতে করে রেজাল্ট আরো ভালো হয়।
আপনি নিজেও জানেন, একটা ব্যাচে অনলাইনে লাইভ ক্লাস করে কিংবা আমাদের আশেপাশে যে কয়েকশ’ কোটি রেকর্ডেড টিউটোরিয়ালস বা কোর্সগুলো রয়েছে; সেগুলো থেকে শেখার চেয়ে – সময় নষ্টটাই বেশি করা হয়!
আর সেজন্যেই যখন আপনাকে একজন ট্রেইনার প্রাইভেটলি পড়াবেন, শেখাবেন, প্র্যাকটিক্যালি দেখাবেন – তখন যেকোনো একটা ব্যাচের চাইতে আপনি অনেক বেশি গ্র্যাব করতে পারবেন!
এবং, যখন যেটা প্রশ্ন মাথায় আসে, সেটাই নির্দ্বিধায় করতে পারবেন!
তাহলে কেন যুক্ত হবেন, 1-1 Mentorship Program এ;
- এই প্রোগ্রামে আপনি আর ট্রেইনার পার্সোনালি ক্লাস করবেন। যার ফলে আপনি অন্য যেকোনো মাধ্যমের চেয়ে দ্রুত শিখতে ও জানতে পারবেন!
- এই প্রোগ্রামে আপনি নিজের স্পিড অনুসারে শিখতে পারবেন! অর্থাৎ, আপনি চাইলে একটা কোর্স ১ মাসেও শেষ করতে পারবেন – ৫ মাসেও শেষ করতে পারবেন – ১০ মাসেও শেষ করতে পারবেন – ২ বছরেও শেষ করতে পারবেন!
- এই প্রোগ্রাম, দিনের হিসেবে নয় – আপনার স্পিড অনুসারে ক্লাস হিসেবে কমপ্লিট করা হবে!
- এই প্রোগ্রামে যুক্ত হলে Muntasir Mahdi Courses থেকে, সবগুলো রেকর্ডেড কোর্স, বই, বুকলেট, টেমপ্লেট ও রিসোর্স – সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন!
আর ট্রেইনারের সাথে সবসময় যুক্ত হওয়ার ও নেটওয়ার্ক তৈরি করার চান্স তো থাকছেই!
সবার জন্য এই মেন্টরশিপ প্রোগ্রাম নয়! যারা এই মেন্টরশিপ প্রোগ্রামে কখনো যুক্ত হতে পারবেন না,
- যারা MuntasirMahdi.com থেকে যেকোনো কোর্স, বই, বুকলেট, রিসোর্স বা টেমপ্লেটস ক্রয় করে পরবর্তীতে রিফান্ড নিয়েছেন!
- যাদের দ্রুত আয় করতে হবে, তাদের জন্য এই প্রোগ্রাম নয়! এই প্রোগ্রাম আপনাকে গভীরে শেখাবে, প্রফেশনাল করে তুলবে!
- যারা শেখার পেছনে অর্থ ইনভেস্ট করতে চাইছেন না!
এই তিন ক্যাটাগরির বাইরে যারাই পড়বে – তারা চাইলে এই প্রোগ্রামে যুক্ত হতে পারবেন!
‘1-1 Mentorship Program’ এর এক্সট্রা কোনো ফি নেই!
আপনি যে টপিকে ক্লাস করতে চাইছেন, সেটার ফি এখান থেকে জেনে নিনঃ https://courses.muntasirmahdi.com/1-1-mentorship-programs-list/
বর্তমানে যদিও এই ফি’তে ছাড় চলছে! এই প্রোগ্রামের ছাড় সম্পর্কে জানতে এখানে মেসেজ করুনঃ m.me/muntasir666
ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামের সবগুলো সিলেবাস একেবারে ডিটেইলসে দেখতে এখানে ভিজিট করুনঃ https://courses.muntasirmahdi.com/1-1-mentorship-programs-list/
‘1-1 Mentorship Program’ এ যুক্ত হতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন!
পেমেন্ট মেথডসঃ
- bKash – 01756783990 (PERSONAL)
- Nagad – 01756783990 (PERSONAL)
- Rocket – 017567839906 (PERSONAL)
- Payoneer: muntasir1315@gmail.com
উপরের যেকোনো পেমেন্ট মেথডে আপনার জন্য নির্ধারিত অ্যামাউন্টটি পেমেন্ট করতে হবে।
পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে, এই লিংক থেকে সরাসরি মুনতাসির মাহদীর পেইজে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন, সেটা দিনঃ https://m.me/muntasir666
পেমেন্টের কয়েক ঘন্টার মধ্যে আপনার তথ্য যদি সঠিক থাকে এবং আপনার পেমেন্ট যদি কমপ্লিট হয়ে থাকে; তাহলে আপনাকে পরবর্তী ধাপ জানিয়ে দেয়া হবে পেইজ থেকে মেসেজ করে!
অবশ্যই!
1-1 Mentorship Program এর রিফান্ড পলিসি হচ্ছে,
- আপনি অন্তত ৫টা ক্লাস না করে, রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন না!
- ‘Change of Mind’ কিংবা ‘Personal Reason’ এর কারণ দর্শালে কোনো অ্যামাউন্ট রিফান্ড হবে না!
- রিফান্ড নেয়ার পূর্বে অবশ্যই আপনাকে সঠিক কারণ দর্শাতে হবে!
- আপনি যদি ‘1-1 Mentorship Program’ এ সম্পূর্ণ ফি (মূল ফি) পেমেন্ট করে ভর্তি হয়ে থাকেন ও রিফান্ডের জন্য আবেদন করেন – তাহলে আপনার ৮০% অ্যামাউন্ট রিফান্ড করে দেয়া হবে – ৫টা ক্লাস বা ক্লাস টাইমলাইনের পর!
- আপনি যদি ‘1-1 Mentorship Program’ এ ৫০% এর বেশি ছাড়ে ভর্তি হয়ে থাকেন ও রিফান্ডের জন্য আবেদন করেন – তাহলে আপনার ৩০% অ্যামাউন্ট রিফান্ড করে দেয়া হবে – ৫টা ক্লাসের পর!
- রিফান্ড আবেদন করার পর, ৭-১৪ কার্যদিবসের মধ্যে (কার্যদিবস ছাড়া দিনগুলো গণনা হবে না) আপনার পেমেন্ট রিফান্ড করে দেয়া হবে!
তবে অবশ্যই মনে রাখবেন, আপনি যদি রিফান্ডের জন্য আবেদন করে থাকেন এবং রিফান্ড নিয়ে থাকেন – তাহলে আপনার সবগুলো কোর্সের অ্যাক্সেস, ইনার সার্কেলের মেম্বারশিপ ও রিসালাহ ম্যাগাজিনের সাবস্ক্রিপশন বন্ধ করে দেয়া হবে! এমনকি, আপনার পুরনো কোর্সের অ্যাক্সেসও রিভোক করে নেয়া হবে!
এবং ভবিষ্যতে আপনি MuntasirMahdi.com এবং এর সাথে যুক্ত কোনো প্রোডাক্ট বা সার্ভিসই ক্রয় করতে পারবেন না!
আপনি যদি 1-1 Mentorship Program এর স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ভর্তি হওয়ার পূর্বে এই রুলসগুলো মেনেই ভর্তি হতে হবে!
You can’t say later, “I did not read it.”
1-1 Mentorship Program এ বর্তমানে মূলত এই প্রাইভেট মেন্টরশিপ প্রোগ্রামগুলো অ্যাভেইলেবল রয়েছেঃ https://courses.muntasirmahdi.com/1-1-mentorship-programs-list/
1-1 Mentorship Program – এ শুধুমাত্র অনলাইন লাইভে ক্লাসই নয়, বরঞ্চ আপনি চাইলে অফলাইনেও ক্লাস করতে পারেন!
অনলাইনে, জুম বা গুগল মিটের মাধ্যমে ক্লাস নেয়া হবে! অফলাইনে প্রাইভেট লোকেশন জানিয়ে দেয়া হবে!
তবে, অফলাইনে প্রাইভেট মেন্টরশিপ যেকোনো প্রোগ্রামের বর্তমান ফি’র সাথে আরো অতিরিক্ত ৩০০০ টাকা যুক্ত হবে!
‘1-1 Mentorship Program’ সম্পর্কে আপনি যদি আরো জানতে চান, তাহলে নিচের যেকোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেনঃ
ইমেইলঃ hello@muntasirmahdi.com
হোয়াটসঅ্যাপঃ +8801756783990 (3PM – 9PM)
ফেসবুকঃ m.me/muntasir666