ইনার সার্কেলের ফি, লাইফটাইমের জন্য আগামী ৪৮ ঘন্টা মাত্র ৫৫০ টাকা

এক কথায় জিজ্ঞেস করি,

প্রত্যেক মাসে অন্তত ২৫০ ডলারের মতো আয় করতে চাইছেন?

চিন্তার কারণ নেই! কেন জানেন?

কারণ, আমি আপনাকে এখন একটা স্পেশাল প্যাকেজের কথা বলবো।
আর সেই স্পেশাল প্যাকেজ অ্যাপ্লাই করে - আপনার পক্ষেও মাসে অন্তত ২৫০-৫০০ ডলার আয় করা সম্ভব।

আর হ্যাঁ, এই প্যাকেজ অ্যাপ্লাই করার জন্য আপনার শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেও চলবে!

পিসি দিয়ে তো সম্ভবই, কিন্তু একইসাথে মোবাইল দিয়েও আপনি এই প্যাকেজ ফলো করে মাসে ২৫০ ডলারের বেশি আয় করতে পারবেন!


চলুন শুরু করা যাক!

আপনাকে যে প্যাকেজ দেয়া হবে, অর্থাৎ আপনি যে প্যাকেজটা ডাউনলোড করবেন;
সেই প্যাকেজটার নাম -

250 USD/Month Special Package

উপরের এই প্যাকেজ ডাউনলোড করবেন কীভাবে আর কোথায় পাবেন - সেটা পরে বলছি!

ডাউনলোড করে ফেলতে পারলে; আপনি প্রায় ১৫ জিবি'র বেশি সাইজের একটা জিপ করা ফোল্ডার দেখতে পাবেন।

আপনি যেকোনো ডিভাইসে থাকুন না কেন, শুরুতেই প্যাকেজটা ডাউনলোড করে আনজিপ টুলস ব্যবহার করে প্যাকেজটি আনজিপ করুন।


প্যাকেজটি আনজিপ করে ফেললে, প্যাকেজটিতে আপনি অনেক কিছু দেখতে পাবেন।

ঘাবড়ানোর কিছু নেই, আমি বলে দিচ্ছি - নিচের ছবিটা দেখুনঃ



আনজিপ করে ফেললে, উপরের ছবির মতো অনেকগুলো ফাইলস দেখতে পাবেন।

ফাইলসগুলো হচ্ছে -

৫ টা বাংলা মাইক্রো কোর্স
৬ টা স্পেশাল ইংরেজি কোর্স
১০ টা রেডিমেড টার্নকি ওয়েবসাইট
২০+ ইবুক ও বুকলেটস
২২ টি বিক্রি করার জন্য রেডি ডিজিটাল প্রোডাক্ট
১০০ রেডিমেড ও ব্যবহারের জন্য প্রস্তুত ইংরেজি আর্টিকেলস
১০ টা নিশের উপর ১০০+ সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স বান্ডেল
এবং, ৩ টা সারপ্রাইজ গিফট বক্স


মিলিয়ে দেখে নিন, এগুলোই পেয়েছেন কিনা!


এখন চলুন দেখে নি, কোনটাকে কীভাবে কাজে লাগালে; বেস্ট রেজাল্ট নিয়ে আসা সম্ভব হবে!

শুরুতেই আপনার কাজ হবে, ৫ টা বাংলা মাইক্রো কোর্সের ফোল্ডার ওপেন করা।


সেখানে আপনি আমার নিজের রেকর্ড করা ৫টা টপিকের উপর ৫টা মাইক্রো কোর্স পেয়ে যাবেন।



আপনার মিশন -

উপরের ছবিতে দেখানো এই পাঁচটা টপিকের উপর; লেসনগুলো কমপ্লিট করা।

অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যে ক্লাসগুলো আছে। সেগুলো কমপ্লিট করুন, প্র্যাকটিস করুন।

ঠিক একইভাবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও এসইওয়ের লেসনগুলোও কমপ্লিট করুন, প্র্যাকটিস করতে ভুলবেন না!

তারপর কীভাবে আপনি একেবারে শূন্য থেকে একটা অ্যাজেন্সি তৈরি করে সেখানে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে আয় করতে পারবেন;
সেটা জানার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাজেন্সি কোর্সের লেসনগুলো কমপ্লিট করুন, প্র্যাকটিস করুন।

সবার শেষে ধাপে ধাপে নিজের একটা ওয়েবসাইট করে কীভাবে সেখানে থেকে আয় করতে পারবেন;
সেটা জানুন ও প্র্যাকটিস করুন; ওয়ার্ডপ্রেসের লেসনগুলো থেকে।

দ্যাটস ইট!

বাংলা মাইক্রো কোর্সগুলো কমপ্লিট করে ফেললেন।
এবার আপনি অন্তত ২০+ মাইক্রো স্কিল জানেন;
যেগুলোকে ফ্রিল্যান্সার হিসেবে সেল করে আয় করতে পারবেন কিংবা ডিজিটাল প্রোডাক্টে কনভার্ট করে আয় করতে পারবেন।



এবার আপনার কাজ হবে, ৬টা ইংরেজি স্পেশাল কোর্সের ফোল্ডার ওপেন করা।



আপনার মিশন -

উপরের ছবিতে দেখানো, ছয়টা স্পেশাল কোর্স কমপ্লিট করা ও প্র্যাকটিস করা।

"Big Ticket Machine Micro Course" আপনাকে হাই পেয়িং ক্লায়েন্ট নিয়ে আসা শেখাবে।
কীভাবে আপনি ৫০-১০০ ডলার বা ৫০০-১০০০ ডলারের ক্লায়েন্ট জেনারেট করতে পারেন, সেটা শিখতে পারবেন।


"Client Engagement on Facebook Nano Course" আপনাকে ফেসবুক থেকে ক্লায়েন্টের অ্যাঙ্গেজমেন্ট কীভাবে বৃদ্ধি করতে পারবেন সেটা ধাপে ধাপে শেখাবে। এই কোর্স কমপ্লিট করার পর, আপনি ফেসবুক থেকে আপনার পেইজ বা প্রোডাক্টের জন্য ক্লায়েন্টের অ্যাঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে সক্ষম হবেন।


"CryptoCurrency Secrets Nano Course" আপনাকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শেখাবে।
এই জ্ঞান ব্যবহার করে আপনি হয়তো ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রোডাক্ট তৈরি করতে সক্ষম হবেন।


"High Ticket Client Secrets Nano Course" থেকে আপনি কীভাবে হাই ভ্যালুড ক্লায়েন্ট হান্টিং করতে হবে, সেটা শিখে যাবেন।
এই ন্যানো কোর্সে দেখানো প্রসেসগুলো অ্যাাপ্লাই করে আপনি মাসে অন্তত ১০০০-২০০০ ডলারের হাই টিকেট ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন।


"Monetizing Your Blog Nano Course" থেকে আপনি কীভাবে একটা ব্লগ তৈরি করে;
সেটাকে মানিটাইজ করতে পারবেন আর ব্লগ মানিটাইজেশনের সবচেয়ে ফ্রুটফুল পদ্ধতিগুলো শিখতে পারবেন।


এবং,


"Social Media Profits Nano Course" আপনাকে সোশ্যাল মিডিয়াগুলো থেকে কীভাবে প্রফিট নিয়ে আসতে হয়; সেটা শেখাবে।



দ্যাটস ইট!

ইংরেজি কোর্সগুলো কমপ্লিট করে ফেললেন।
এবার বাংলা আর ইংরেজি কোর্সগুলো থেকে যে স্কিল যেখানে দরকার; সেটাকে সেখানে কাজে লাগান।


এখন আপনার কাজ হবে, ১০ টা রেডিমেড টার্নকি ওয়েবসাইটের ফোল্ডার ওপেন করা।



আপনার মিশন -

উপরের ছবিতে দেখতেই পাচ্ছেন, মোট ১১টা নিশের উপর ১১ টা রেডিমেড টার্নকি ওয়েবসাইট।

এই ওয়েবসাইটগুলো আনজিপ করলে ভেতরেই আপনি এগুলো ব্যবহার করবেন কীভাবে সেতার ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন।


এই রেডিমেড টার্নকি ওয়েবসাইটগুলো দিয়ে আপনি এক ক্লিকেই আপনার ব্লগ বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ওয়েবসাইট রেডি করে ফেলতে পারবেন।

আপনাকে জাস্ট ভেতরে দেয়া টিউটোরিয়াল ফলো করতে হবে।


এই টার্নকি ওয়েবসাইটগুলো ব্যবহার করে আপনি এখন ১১টা নিশ/টপিকের উপর ওয়েবসাইট তৈরি করে;

সেগুলো বিক্রি করতে পারেন;
কিংবা চাইলে অ্যাডসেন্স রেডি ব্লগ তৈরি করতে পারবেন অথবা;

অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট প্রডাক্ট খুঁজে; সেগুলো অ্যাড করে দিয়ে ওয়েবসাইট তৈরি করে আয় করতে পারবেন।


চিয়ার্স!



এখন ২০+ ইবুক ও বুকলেটের ফোল্ডার ওপেন করুন।



আপনার মিশন -

উপরের ছবিতে দেখতেই পাচ্ছেন, ২০টির বেশি ইবুক ও বুকলেট।

এগুলো জমিয়ে রাখার জন্য আমি এই প্যাকেজে ইনক্লুড করি নি।


এগুলো পড়ুন।


এখানে আপনি মার্কেটিং সাইকোলজি, সেলস সাইকোলজি, সেলস প্রসেস, সেলস ফানেল, প্রডাক্ট অপটিমাইজেশনসহ
আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বই দিয়ে দিয়েছি। এগুলো পড়ুন ও বইয়ে দেয়া প্রসেসগুলো প্র্যাকটিস করুন।

প্রাইভেসির কারণে, বইয়ের নাম দেয়া যাচ্ছে না। কিন্তু এই প্যাকেজ ডাউনলোড করে ফেললে আপনি সবগুলো বইয়ের অ্যাক্সেস পেয়ে যাবেন।


পারফেক্ট!



এখন ২০+ ইবুক ও বুকলেটের ফোল্ডার ওপেন করুন।



আপনার মিশন -

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন, ২২টি বিক্রি করার জন্য তৈরি ডিজিটাল প্রোডাক্ট।


এগুলো বিক্রি করতে পারেন আপনি।

আপনি উপরের কোর্সগুলো করে যথেষ্ট স্কিল নিয়ে ফেলেছেন, প্র্যাকটিস করেছেন।


আপনি এখন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাতে পারেন, আপনার কাছে রেডিমেড ওয়েবসাইটও আছে।

আপনি এখন সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্টও নিয়ে আসতে জানেন, ক্লায়েন্ট হান্টিংয়ের বেশ কিছু টেকনিক আপনি এখন জানেন উপরের কোর্সগুলো থেকে।

এমনকি, আপনি ব্লগ মানিটাইজেশনের জন্য এবং ডিজিটাল প্রোডাক্ট তৈরি করার জন্য যথেষ্ট রিসোর্স নিয়েছেন।


বসে থাকবেন এখন?

উঁহু!


আপনাকে আমি ২২টা রেডি-টু-সেল ডিজিটাল প্রোডাক্ট দিয়ে দিচ্ছি।


আপনার কাজ প্রায় নেই বললেই চলে।

এখন আপনি সাথে সাথেই এই প্রোডাক্টগুলো বিক্রি করা শুরু করতে পারেন।



"5+ Transition Sounds Pack" - এই প্রোডাক্টের ভেতরে আপনি ৫টার বেশি প্রিমিয়াম ট্রানজিশন সাউন্ড পাবেন।
যারাই ভিডিও তৈরি করে; তাদেরই কিন্তু প্রিমিয়াম ট্রান্সজিশন সাউন্ডের প্রয়োজন।
সো, সেরকম কাস্টোমারদের কাছে এটা বিক্রি করতে পারবেন আপনার নিজের মতো করে ফোল্ডারটিকে এডিট করে।
আর এটা সম্পূর্ণ ব্র্যান্ডেবল। যা ইচ্ছে করুন, আপনার এই প্রোডাক্ট নিয়ে!



"15 WordPress Themes" - এই ফোল্ডারে ভেতরে আপনি প্রিমিয়াম ১৫টি ওয়ার্ডপ্রেস থিম পাবেন।
আপনি চাইলেই এই ১৫টি থিম একটা প্রোডাক্টে ইনক্লুড করে বান্ডেল আকারে বিক্রি করতে পারেন
কিংবা চাইলে আলাদা আলাদাভাবে ১৫টি প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে পারেন।
প্রত্যেকটা থিমই ব্র্যান্ডেবল। অর্থাৎ, থিমের ভেতরে আপনি আপনার ডিটেইলস যুক্ত করতে পারবেন।



"25 Articles on SEO" - এই প্রোডাক্টের ভেতরে আপনি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টপিকের উপর ২৫টি আর্টিকেল পাবেন।
সেগুলোকে আলাদাভাবে বিক্রি করতে পারেন কিংবা নিজের কাজের জন্যেও ব্যবহার করতে পারেন।



"Ready-to-Sell Articles Bundle" - এই ফোল্ডারের ভেতরে আপনি র‍্যান্ডম টপিকের উপর ৬০টি আর্টিকেল পাবেন।
এগুলোকেও চাইলে আলাদাভাবে বিক্রি করতে পারেন কিংবা নিজের ওয়েবসাইট বা ব্লগের জন্যেও ব্যবহার করতে পারেন।



"Ready-to-Sell eBook" - এই প্রোডাক্টের ভেতরে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা ইবুক পাবেন।
একইসাথে সেটা সম্পূর্ণভাবে এডিট করার জন্য আলাদা ফাইলস দেয়া আছে।
এই ইবুকের নাম থেকে শুরু করে, লেখক, ঠিকানা বা ভেতরের যেকোনো তথ্যই আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন।



"Ready-to-Sell Graphical Templates" - এই ফোল্ডারে আপনি ১০০টি মোবাইল রেডি ওয়েব টেমপ্লেটস পাবেন।
যেগুলোকে চাইলে আলাদাভাবে প্রোডাক্ট করে বিক্রি করতে পারেন কিংবা চাইলে একসাথে বান্ডেল আকারে বিক্রি করতে পারেন।
আর হ্যাঁ, প্রত্যেকটা টেম্পলেটই সম্পূর্ণভাবে আপনি এডিট করে আপনার নামে করে ফেলতে পারবেন।



"Ready-to-Sell Nano Course" - এই ফোল্ডারে আপনাকে 'ইমেইল মার্কেটিং' এর উপর একটা ভিডিও ন্যানো কোর্স দেয়া হয়েছে।
আপনি সেই ন্যানো কোর্সকে আপনার মতো করে এডিট করে আপনার কোর্স হিসেবে বিক্রি করতে পারেন।



"Ready-to-Sell WordPress Theme" - এই ফোল্ডারে আপনাকে একটা প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম দেয়া হয়েছে।
আপনি চাইলে এই প্রিমিয়াম থিমকে আপনার মতো করে এডিট করে ব্র্যান্ডিং করে; বিক্রি করতে পারেন।





মনে রাখবেন, যেসব প্রোডাক্ট আপনাকে বিক্রির জন্য দেয়া হয়েছে (Ready-to-Sell Digital Products);
সেগুলো বাদে - বাকি রিসোর্স আপনি বিক্রি করতে পারবেন না।



পারফেক্ট!



এখন ১০০ রেডিমেড আর্টিকেলস এর ফোল্ডার ওপেন করুন।



আপনার মিশন -

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন, ১০টি নিশ/টপিকের ফোল্ডার।

এখানে প্রত্যেকটা নিশে ১০টি করে আর্টিকেল আছে।

মোট, ১০০ টি রেডিমেড আর্টিকেল পাচ্ছেন আপনি।


এই আর্টিকেলগুলো আপনি নিজের সাইটের বা ব্লগের বা অ্যাফিলিয়েট সাইটের জন্য ব্যবহার করতে পারেন।

কিংবা চাইলে, এগুলো দিয়েই গেস্ট ব্লগিং করে ট্র্যাফিক বাড়াতে পারেন।

অথবা অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্যেও এবং অ্যাডসেন্স থেকে আয় করার জন্যেও এই আর্টিকেলগুলোকেই ব্যবহার করতে পারেন।

চাইলে, আলাদাভাবে ডিজিটাল প্রোডাক্ট হিসেবে অথবা আর্টিকেল রাইটিং সার্ভিস দিয়েও আয় করা সম্ভব।



দ্যাটস ইট!



এখন ১০০+ সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স বান্ডেলের ফোল্ডার ওপেন করুন।



আপনার মিশন -

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন, ১১টি নিশ/টপিকের উপর সোশ্যাল মিডিয়া গ্রাফিক্যাল কন্টেন্ট টেমপ্লেটস।


আপনার নিজের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য এই গ্রাফিক্যাল টেম্পলেটগুলো ব্যবহার করতে পারেন।


দ্যাটস ইট!


আর সাথে পাচ্ছেন, নিচের ছবির মতো -

তিনটি সারপ্রাইজ গিফট বক্স।

এইতো!

250 USD/Month Special Package





এই প্যাকেজে যা-ই পাচ্ছেন, সেগুলো ঠিকভাবে কমপ্লিট করে; প্র্যাকটিস করতে পারলে;

আপনি মাসে অন্তত ২৫০-৫০০ ডলার আয় করার সক্ষমতা অর্জন করবেন।


কথা দিলাম।






যদি মনে করেন, এই প্যাকেজটা আপনার প্রয়োজন; তাহলে উপরের বাটনে ক্লিক করে আমাকে মেসেজ করুন।

সেখানেই পরবর্তী প্রসেস জানিয়ে দিচ্ছি।



চিয়ার্স।



Scroll to Top